 
          
 
বঙ্গোপসাগর থেকে ১৫০ মন ইলিশ নিয়ে ফিরেছে বরগুনার পাথরঘাটার একটি মাছ ধরা ট্রলার। শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ সকালে বঙ্গোপসাগর থেকে এক টানে ১৫০মন ইলিশ নিয়ে বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নোঙর করেছে একটি ট্রলার।
বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে 'সাইফ ফিশ' নামের আড়তে এ মাছ মাছগুলো ডাকের মাধ্যমে বিক্রি হয় প্রতি মণ ২৭ হাজার টাকা দরে মোট ৪০ লাখ ৫০ হাজার টাকায়।
মাছগুলো ২৯ অক্টোবর কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীর সমুদ্রে ধরা পড়ে। পাথরঘাটা থেকে যাত্রা করা এফবি সাফওয়ান-৩ ট্রলারটিতে ছিলেন ১৯ জন জেলে। বিকেলে জাল ফেলতেই একটানা বিপুল পরিমাণ ইলিশ ওঠে।
ট্রলারের মাঝি রুবেল বলেন, “বিকেলে জাল ফেলতেই দেখি শুধু ইলিশে ভরে গেছে। তিনটি কল পুরোপুরি ভর্তি হয়ে যায়। মাছ এত বেশি ছিল যে, কিছু জাল কেটে ফেলতে হয়েছে। আমার ১৭ বছরের জীবনে একসঙ্গে এত ইলিশ কখনও পাইনি—আল্লাহর রহমতে আমরা খুব খুশি।”
মালিক মানিক মিয়া জানান, “অনেক দিন ধরেই সাগরে মাছ কম ছিল, ক্ষতির মুখে পড়তে হচ্ছিল। এবার ভালো ইলিশ পাওয়ায় আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারব।”
আড়ৎদার মোস্তফা আলম বলেন, “আমার আড়তে গত ১০ বছরে একসঙ্গে এত ইলিশ বিক্রি হয়নি। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর জেলেরা এবার সত্যিই ভাগ্যবান।”
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে গিয়েই এত ইলিশ পেয়েছে এটা সবার জন্য আনন্দের খবর। দীর্ঘদিন পর বিএফডিসিতে এমন বিপুল ইলিশের আগমন উৎসাহ জনক।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, জেলেরা সঠিকভাবে ২২ দিনের নিষেধাজ্ঞা পালন করায় সমুদ্রে ইলিশের পরিমাণ বেড়েছে। আমরা আশা করছি, আগামী দিনে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ আরও বেশি ধরা পড়বে।
কুশল/সাএ
 সর্বশেষ খবর