 
          
 
সিরাজগঞ্জ সদর উপজেলায় চুরি করতে গিয়ে পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে বহুলী ইউনিয়নের চকমোক্তারগাতি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সানোয়ার হোসেন সানু (৬০) সদর উপজেলার বহুলী ইউনিয়নের আলমপুর বাজার এলাকার বাদুল্লাহ মিয়ার ছেলে।
শুক্রবার বিকালে সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার ভোর ৩টা থেকে ৫টার মধ্যে সানোয়ার রায়গঞ্জ উপজেলার নিজামগাতি গ্রামের হাসান আলীর বাড়িতে গরু অথবা অটোরিকশার ব্যাটারি চুরি করতে যান।
এ সময় বাড়ির লোকজন টের পেলে পালাতে গিয়ে ফুলজোড় নদীতে ঝাঁপ দেন তিনি। পরে নদী সাতঁরে চকমোক্তারগাতি এলাকায় যান। সেখানে একটি ধান ক্ষেতের মধ্যে স্থানীয়রা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সানোয়ারের বিরুদ্ধে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর থানায় দুটি ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে বলে তিনি জানান।
পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
এ ঘটনায় স্বজনরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
কুশল/সাএ
 সর্বশেষ খবর
  জেলার খবর এর সর্বশেষ খবর