 
          
 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চারজন মহিলাকে আটক করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল সাড়ে ১১টায় জনতা ব্যাংকের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ইভা(১৯) স্বামী শাকিব,গ্রাম পালপাড়া, রাশেদা(৫৫),স্বামী ওয়াহেদ আলী, পালপাড়া হিলি উভয় থানা হাকিমপুর জেলা দিনাজপুর, নাজমা, (৩৫)স্বামী মোঃ জামিল, বিউটি বেগম(৩০) স্বামী মমিনুর ইসলাম গ্রাম শিয়ালনগর থানা আদমদীঘি জেলা বগুড়া।
আটককৃতদের সদর ইউপি মহিলা সদস্য রাশেদা পারভীনের বাড়িতে নিয়ে যায়। সেখানে এদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরের পশ্চিমে সাইদুরে বাড়িতে বেড়াতে আসে তারা। সাইদুরের পরিবারের বিষয়ে এলাকাবাসী জানতে চাইলে তারা কোন সঠিক উত্তর দিতে পারেনি। পরে এলাকাবাসী থানার খবর দেয়। পুলিশ এসে তাদের শরীর তল্লাশি করে কিছু পাওয়া যায়নি বলে জানান। আরো জিজ্ঞাসাবাদের জন্য এসআই মিতু তাদেরকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে ওসি আল হেলাল মাহমুদ বলেন, তাদের বিরুদ্ধে ৫১ধারায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।
কুশল/সাএ
 সর্বশেষ খবর
  জেলার খবর এর সর্বশেষ খবর