 
          
 
জামালপুরের সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জমিতে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে সঞ্জয় চৌধুরী ও হৃদয় চৌধুরীর বিরুদ্ধে। এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন এবং তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদ মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা সংসদ মোড় এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে ভবন নির্মাণ করা হচ্ছে, যা আদালতের নির্দেশনার লঙ্ঘন। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা ও তথ্য জানতে দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. ইসমাইল হোসেন এবং দৈনিক ঘোষণা পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি তৌকির আহম্মেদ হাসু ঘটনাস্থলে যান। সাংবাদিক পরিচয় পাওয়ার পর সঞ্জয় চৌধুরী ও হৃদয় চৌধুরী ক্ষিপ্ত হয়ে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
একপর্যায়ে তাঁরা সাংবাদিকদের ওপর হামলা চালান এবং প্রাণনাশের হুমকি দেন। হামলায় আহত সাংবাদিক ইসমাইল হোসেন ও তৌকির আহমেদ হাসুকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তাঁরা সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামানের অধীনে চিকিৎসাধীন আছেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় মো. ইসমাইল হোসেন (৪৫) বাদী হয়ে হামলাকারী উপজেলার দিয়ার কৃষ্ণাই গ্রামের লক্ষী চাঁনের পুত্র সঞ্জয় চৌধুরী (৪৫) ও হৃদয় চৌধুরী (৪০)-কে বিবাদী করে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা রাষ্ট্রীয় জমিতে অবৈধ দখল এবং সাংবাদিক নির্যাতনের উদ্বেগজনক ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত সঞ্জয় চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক ইসমাইল হোসেন জানান, রাষ্ট্রীয় সম্পত্তি দখল করে ভবন নির্মাণের বিষয়টি সাংবাদিক হিসেবে জানতে চাইতেই ভূমিদস্যু সঞ্জয় চৌধুরী ও হৃদয় চৌধুরী তাঁদের ওপর এই হামলা চালান। এ ঘটনায় সংবাদ পরিবেশন করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে তাঁরা জানান।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম রাশেদ জানান, অভিযোগটি হাতে পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
 সর্বশেষ খবর
  জেলার খবর এর সর্বশেষ খবর