 
          
 
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে যে সংকট দেখা দিয়েছে, সেটির জন্য অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংকট সমাধান করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, সরকারের কাছে আহ্বান থাকবে- যা হওয়ার হয়ে গেছে, এখন সমস্যাগুলোর সমাধান করেন। যাতে সবাই একসঙ্গে নির্বাচনের দিকে এগোতে পারি এবং জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি।
শুক্রবার (৩১ অক্টোবর) গণসংহতি আন্দোলনের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন যে সংকট তৈরি করেছে আমি বিশ্বাস করি এই সংকট কেটে যাবে। এই দেশের মানুষ কখনও পরাজয় বরণ করেনি এবং করবেও না।
তিনি বলেন, আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে, এই দেশ আমাদের এই মানুষ আমাদের। তাদের ঐক্যবদ্ধ করে সমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমরা বিভিন্ন দল করতে পারি মত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের বিষয়ে সবার আগে বাংলাদেশ।
বিএনপি মহাসচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে অতীতেও ছিলাম ভবিষ্যতেও থাকব, কিন্তু নিজেরা যে সমস্যা তৈরি করেছেন- তা থেকে বেরিয়ে আসতে হবে।
কুশল/সাএ
 সর্বশেষ খবর
  রাজনীতি এর সর্বশেষ খবর