 
          
 
বাংলাদেশ বার কাউন্সিলের এডুকেশন কমিটির চেয়ারম্যান, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আইনজীবী ও বিএনপির নেতা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, "এ দেশের জনগণই বিএনপির মূল শক্তি। পরিবর্তনের নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি তারেক রহমানের নেতৃত্বেই বাস্তবে রূপ নেবে।"
তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণের ভোটের শক্তিতেই পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র, ন্যায় ও সমৃদ্ধির এক নতুন অধ্যায় সূচিত হবে। দেশের মানুষের প্রত্যাশা ও অধিকার রক্ষায় বিএনপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। দলের মূল লক্ষ্য হলো— দেশ ও জনগণকে আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ব্রাহ্মণপাড়া উপজেলার নগরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় তিনি বলেন, "বুড়িচং–ব্রাহ্মণপাড়া একটি পিছিয়ে পড়া জনপদ। এ অঞ্চলকে এগিয়ে নিতে হলে শিক্ষিত ও দক্ষ যুব সমাজ গড়ে তোলা জরুরি। আমি নির্বাচিত হলে আমার প্রধান অগ্রাধিকার হবে শিক্ষার পরিবেশ উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং রাস্তাঘাটসহ এলাকার অবকাঠামোগত উন্নয়ন।"
সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট এম. এইচ. ফারুক, সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন মোল্লা। বিশেষ বক্তা ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির খান।
এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম লাভলু, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ভূঁইয়া দিদার, মোস্তফা কামাল, অ্যাডভোকেট আব্দুস সামাদ, সাবেক যুব বিষয়ক সম্পাদক হাসান ভূঁইয়া, আকরামুল ইসলাম, নাসির উদ্দিন ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, জয়নাল হাজারী, বাদল, বিএনপি নেতা ইমরান হোসেন মাস্টার, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান ভূঁইয়া, জয়নাল আবেদিন, গাজী মো. ইসরাফিল সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কুশল/সাএ
 সর্বশেষ খবর
  জেলার খবর এর সর্বশেষ খবর