 
          
 
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামে বৃহস্পতিবার গভীররাতে ওয়ারেন্টভুক্ত আসামী আবু সাদা মো: সায়েম (৫০) কে ধরতে গভীররাতে অভিযান চালায় এসআই মানিকের নেতৃত্বে হালুয়াঘাট থানা পুলিশ।
কিন্তু বাড়িতে থাকা সায়েম ঘর থেকে বের না হলে পুলিশ গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করতে চাইলে সে পেছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ আসামীকে ধরতে না পেরে কিছুক্ষণ পর বাড়ি থেকে চলে আসে। পুলিশ চলে আসলেও আবু সাদাদ সায়েম বাড়িতে না ফিরলে তাকে খুঁজতে বের হন তার বৃদ্ধ পিতা মোসলেম উদ্দিন বিল্লাল। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার ভোরে বাড়ির পেছনে ধান ক্ষেতে ছেলের ক্ষত বিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন তিনি। তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, এস আই মানিকের সহযোগীতায় বাদী পক্ষের লোকজন পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রেখে যায়। অথচ মামলায় আমাদেরকে গ্রেফতার করবেনা বলে আমার কাছ থেকে ত্রিশ হাজার টাকা নেয় এসআই মানিক। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
হালুয়াঘাট থানার এসআই মানিক মিয়া আসামী ধরতে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও অর্থ লেনদেনের বিষয়টি অস্বীকার করেন।
ওসি হাফিজুল ইসলাম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য দুজনকে আটক করা হয়েছে । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
এ বিষয়ে হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘটনার তদন্ত চলমান রয়েছে। পুলিশ আসামী গ্রেফতারের জন্য আসতেই পারে । পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে ।
কুশল/সাএ
 সর্বশেষ খবর
  জেলার খবর এর সর্বশেষ খবর