বিশ্ববাজারে সোনার দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমিয়ে নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এখন ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৯৬ টাকায়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সোনার দাম সমন্বয় করা হয়, যা আজও অপরিবর্তিত রয়েছে।
বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকায়।
বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।
এর আগে ২৯ অক্টোবর বাজুস সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করেছিল, যা কার্যকর হয়েছিল ৩০ অক্টোবর থেকে। তবে একদিনের ব্যবধানে আবার কমে গেল সোনার দাম।
অন্যদিকে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর