"সম্য ও সমতায় "দেশ গড়বে সমবায় " এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার জাতীয় সমবায় দিবস- ২০২৫ উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত ।
০১ নভেম্ভব শনিবার সকাল ১০ টায় জাতীয় সমবায় দিবস- ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃক আয়োজিত রেলী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে বরগুনার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় সুবর্ণ জয়ন্তী হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সেখানে জাতীয় সমবায় দিবস- ২০২৫ উপলক্ষে বরগুনায় সমবায় সংক্রান্তে সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ কামরুজ্জামান জেলা সমবায় কর্মকর্তা বরগুনা,আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোঃ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল মামুন শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস,বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান ও বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম হারুন অর রশিদ রিংকু প্রমুখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর