বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো অন্যায় হয়েছে।
শুক্রবার ঢাকার তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে ‘প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক সম্মেলন’-এ অংশ নিয়ে তিনি বলেন, “শেখ মুজিবের ছবি নামানো ঠিক হয়নি। ছবি থাকবে, তবে সঙ্গে ভাসানী, কর্নেল তাহের ও মণি সিংহের ছবিও রাখা উচিত।”
তিনি আরও বলেন, বর্তমান সরকারকে নিরপেক্ষভাবে আচরণ করতে হবে এবং সমস্ত দলীয় সংযোগ অবিলম্বে ছিন্ন করতে হবে। তা না হলে, এই সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না।
সেলিম বৈষম্য ও অর্থনৈতিক অবস্থা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “গণ-অভ্যুত্থান হয়েছে, কিন্তু বৈষম্য দূর হয়নি। ইউনূস সাহেব আসার পর দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। দেশে যদি শোষণ ও বৈষম্য বহাল থাকে, তাহলে অর্থনৈতিক বৈষম্য কমবে না।”
তিনি মূলত অর্থনৈতিক বৈষম্যকে দেশের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন এবং বলেন, গরিবের সম্পদ বড়লোকের হাতে চলে যাওয়ায় শোষণ ও বৈষম্য বন্ধ হবে না।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর