রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
সমবায় কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, ওসি সালাউদ্দিন আহমেদ ,সমাজ সেবা অফিসার রবিউল ইসলাম, যুব উন্নয়ন অফিসার দেওয়ান জাহাঙ্গীর, আদর্শ কো অপারেটিভ ইউনিয়নের সেক্রেটারি সমবায়ী মাসুদ রেজা শিশির প্রমুখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর