বরগুনা জেলা এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (০১ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি হলরুমে সম্মেলন কক্ষে, জাতীয নাগরিক পার্টি (এনসিপি)কর্তৃক আয়োজনে এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক( দক্ষিন অঞ্চল) জাতীয নাগরিক পার্টি (এনসিপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম শাহীন যুগ্ম আহবায়ক ও সাংগাঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ)জাতীয নাগরিক পার্টি (এনসিপি), ফয়সাল মাহমুদ শান্ত যুগ্ন সদস্য সচিব এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক, জাতীয নাগরিক পার্টি (এনসিপি)
বরগুনা জেলা এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সমন্বয় সভায় প্রধান অতিথি বলেন আমরা বাংলাদেশকে ন্যায়বিচার ও ইনসাফের মাধ্যমে সোনার বাংলা গড়ে তুলবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর