“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই শ্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মো. ফয়জুল কবিরের সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক সাজেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, জামায়াতের উপজেলা আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন, উপজেলা কৃষি অফিসার ড. ভবসিন্ধু রায়, সমাজসেবা অফিসার মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমবায় আন্দোলন গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার অন্যতম মাধ্যম। সমাজে সাম্য, ন্যায় ও অংশীদারিত্বমূলক উন্নয়নের পথ তৈরি করতেই সমবায় ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দঘন পরিবেশে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর