নড়াইলের লোহাগড়ায় একাধিক মাদক মামলার আসামিকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম ইউসুফ শেখ (৪০)। তিনি উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে।
গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এক প্রেফ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রেফ ব্রিফিংয়ে ওসি শরিফুল ইসলাম জানান, গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) রাতে গোপন সংবাদ পেয়ে এসআই মাসুদুর রহমানসহ পুলিশের একটি দল উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে অভিযান চালায়। এসময় ইউসুফ শেখকে তার নিজ বাড়ির উঠান থেকে আটক করেন। পরে তার হাতে থাকা একটি ব্যাগ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
ওসি আরও জানান, ‘গ্রেফতার ইউসুফ শেখের নামে বিভিন্ন থানায় ১৩টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আরো একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর