ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ লেবার পার্টির ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। ৩১ অক্টোবর (শুক্রবার) বেলা ১১টায় পুরানা পল্টনের হোটেল গ্রান্ড তাজ-এ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান প্রাথমিক ভাবে (প্রথম পর্ব) মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন।
তাদের মধ্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের কাজী খোরশেদ আলম। তিনি ২০০৮ সালে ইঞ্জিনিয়ার মোঃ ফরিদ উদ্দিনের হাত ধরে বাংলাদেশ লেবার পার্টিতে যোগদান করেন। বিগত ফ্যাসিট সরকারের বিরুদ্বে বিভিন্ন আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেন। মিথ্যা মামলাসহ বিভিন্ন ভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হন। ২০০৯ সালে বাংলাদেশ লেবারপার্টির বুড়িচং উপজেলার সভাপতি অধ্যাপক মোঃ আমির হোসেন এর কমিটির তিনি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তীতে ২০১৪সালে পার্টির মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ ফরিদ উদ্দিনের সুপারিশে এবং সাংগঠনিক কর্মদক্ষতার জন্য বাংলাদেশ লেবারপার্টির কুমিল্লা জেলা কমিটির সভাপতি নির্বাচন করা হয় অধ্যাপক মোঃ আমির হোসেনকে এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয় কাজী খোরশেদ আলমকে।
তারপর থেকে পার্টির কুমিল্লা জেলা সভাপতি অধ্যাপক মোঃ আমির হোসেন এবং কেন্দ্রীয় মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ ফরিদ উদ্দিন ও কেন্দ্রীয় চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের দিকনির্দেশনায় কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় পার্টির কার্যক্রমকে সক্রিয় রাখতে বিশেষ ভূমিকা পালন করেন। বিগত ফ্যাসিট সরকারের ধরপাকর ও নির্যাতনে যখন বেশির ভাগ রাজনৈতি দলের ক্লান্তিলগ্ন শুরু হয়- তখন দলীয় নেতা কর্মীর দেশ ছেড়ে, এলাকা ছেড়ে চলে যেতে শুরু করে এবং কুমিল্লা জেলা সভাপতি অধ্যাপক মোঃ আমির হোসেন মুত্যৃবরণ করেন ও দলীয় মহাসচিব স্বপরিবারে আমেরিকায় চলে যায়। তখন কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের দিকনির্দেশনায় পার্টির হাল ধরে রাখেন। দলের ক্লান্তিলগ্নের পরীক্ষিত কর্মী হিসেবে পার্টির চেয়ারম্যান তাকে কুমিল্লা-৫ ( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসনে সংসদ সদস্য হিসেবে দলীয় প্রার্থী ঘোষণা করেন।
এই বিষয়ে- বাংলাদেশ লেবারপার্টির মনোনীত কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী খোরশেদ আলম বলেন, দলের চেয়ারম্যান আমাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করায় আমি দল ও দলের নেতৃবৃন্দ এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি পার্টির চেয়ারম্যান এর নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবো। যদি আল্লায় আমাকে বিজয় দান করনে- তাহলে আমি বুড়িচং ব্রাহ্মণপাড়াকে মডেল এলাকায় পরিণত করবো। মাদক দ্রব্যে নিয়ন্ত্রণের জন্য সরকারী ভাবে দুই উপজেলায় দুটি মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করবো। প্রবাসিদের সুবিধার্থে কুমিল্লা বিমান বন্দরকে পুনরায় চালু করার চেষ্টা করবো। স্বাস্থ্য, শিক্ষা খাতকে উন্নত করার জন্য নিরলসভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর