ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক ব্যবসার সাথে জড়িত এক কারবারীকে ইয়াবা ও গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রঘুনাথপুর এলাকার জনৈক রোকনের ইট ভাটার সামনে থেকে এস আই শামীম কবির সঙ্গীয় অফিসার অভিযান চালিয়ে মাদক কারবারী মো. নাজমুল হোসেন (৪৬) কে ১০০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেন।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও জিআর পরোয়ানা রয়েছে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি। তাঁর গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। এছাড়াও পুলিশ ৪ জুয়াড়িসহ ৯ জন আসামিকে গ্রেপ্তার করেন।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, মাদক ব্যবসার সাথে জড়িত মাদক কারবারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মাদক কারবারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অভ্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর