রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. পান্নু হাওলাদার (৩০) নামে এক যাত্রীর পাকস্থলী থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (১ নভেম্বর) রাতে কক্সবাজার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS-142 ফ্লাইটে ঢাকায় এসে নামার পর তাকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী গেটের সামনের রাস্তা থেকে আটক করা হয়।
আটক পান্নু হাওলাদার বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা। এপিবিএন জানায়, তিনি পাকস্থলীর ভেতরে সুকৌশলে ইয়াবা বহন করছিলেন। সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেন।
পরে এক্স-রে পরীক্ষায় তার পাকস্থলীতে অসংখ্য ডিম্বাকৃতি বস্তু শনাক্ত হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাকৃতিক উপায়ে তার শরীর থেকে ১৩৬টি প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে কসটেপ মোড়ানো ইয়াবা ছিল। সব মিলিয়ে উদ্ধার হয় ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট।
এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “পাকস্থলীতে এত বিপুল পরিমাণ ইয়াবা বহন সত্যিই বিস্ময়কর একটি ঘটনা।”
বিমানবন্দর থানা পুলিশ জানায়, এ ঘটনায় পান্নু হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর