গাজায় প্রবেশ করা ত্রাণসামগ্রীর পরিমাণ এখনও অত্যন্ত সীমিত রেখে দিয়েছে ইসরায়েল। শান্তিচুক্তি কার্যকর হলেও দেশটি অধিকাংশ সহায়তা কনভয়ের প্রবেশে বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ৩,২০৩টি ত্রাণ ও বাণিজ্যিক ট্রাক গাজায় প্রবেশ করেছে। যা দৈনিক গড়ে প্রায় ১৪৫টি ট্রাক। অথচ চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রায় ৬০০টি ট্রাক প্রবেশের কথা ছিল। ফলে নির্ধারিত সহায়তার মাত্র ২৪ শতাংশ গাজায় পৌঁছেছে।
জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক দপ্তর (OCHA) জানিয়েছে, খাবার, পানি, ওষুধ এবং আশ্রয়ের অভাবে গাজার সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় সহায়তা বিতরণও বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা চালাচ্ছে গাজার খান ইউনুস ও জাবালিয়া এলাকায়। স্থানীয় সূত্র জানিয়েছে, এসব হামলায় আরও হতাহত হয়েছে সাধারণ মানুষ।
মানবিক সংস্থাগুলো বলছে, গাজার প্রবেশপথ, বিশেষ করে ফিলাডেলফি করিডর, সংকীর্ণ ও ক্ষতিগ্রস্ত হওয়ায় কনভয়গুলো সহজে ঢুকতে পারছে না। ফলে খাদ্য ও চিকিৎসাসামগ্রীর সংকট আরও তীব্র হচ্ছে।
জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে— গাজার সব সীমান্তপথ খুলে দিয়ে ত্রাণ সরবরাহে বাধা না দিতে, যাতে যুদ্ধবিধ্বস্ত মানুষ দ্রুত সহায়তা পেতে পারে।
সূত্র: আল জাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর