সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, সরকার বর্তমানে “খুব নাজুক অবস্থায়” রয়েছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের বোঝাপড়ায় ফাটল দেখা দিয়েছে। অপরদিকে ফেঁসে গেছে বিএনপি, জুলাই সনদে স্বাক্ষর করে তারা কি নিকা বসেছে, নইলে কাবিনের কথা বলা হচ্ছে কেন ! এরকম মন্তব্য করেছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, “সরকার ঘনিষ্ঠরা গত তিন মাসে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ও সরকারের মনোভাব নিয়ে যে আলোচনা করছে, তাতে বোঝা যাচ্ছে— সরকার অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে এখান থেকে সরে যেতে চাচ্ছে।”
রনি আরও বলেন, “সরকারের এখন সবচেয়ে নির্ভরযোগ্য হাতিয়ার হলো বিএনপি। বর্তমানে বিএনপি ও ড. ইউনূসের সঙ্গে সরকারের পর্দার আড়ালে এক ধরনের দহরম-মহরম সম্পর্ক গড়ে উঠেছে, যা এনসিপি বা জামায়াতের কাছে প্রকাশ করতে চায় না।”
তিনি দাবি করেন, গত ১৪ মাসে সরকারের ভেতরে-বাইরে দেশি ও বিদেশি নানা চক্র সক্রিয় রয়েছে, যাদের প্রভাব প্রশাসন, বিচার বিভাগ ও রাজপথ—সবখানেই বিস্তৃত। “এমনকি কিছু গোষ্ঠী আততায়ীর রূপেও সক্রিয়,” বলেন তিনি।
গোলাম মাওলা রনির মতে, ক্ষমতা যদি বিএনপির হাতে স্থানান্তরিত হয়, তবে বর্তমান সরকারের অনেকের জন্য সেই পরিস্থিতি “ভালো হবে না।”
সাজু/নিএ
সর্বশেষ খবর