আদলতের আদেশে রাজনৈতিক দল হিসাবে জাতীয় ‘হুক্কা’ প্রতীকে গণতান্ত্রিক পার্টিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২ নভেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, Representation of the People Order, 1972 এর আওতায় রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য উক্ত আদেশের Article 90B এর শর্তানুযায়ী জাতীয় গণতান্ত্রিক পার্টি নামীয় দলকে ২০০৮ সালের ২০ নভেম্বর নির্বাচন কমিশন নিবন্ধন প্রদান করে (নিবন্ধন নম্বর-০৩৬, প্রতীক ‘হল্লা’)। পরবর্তীতে ২০১৪ সালের ২৪ জুলাই দলটির নাম সংশোধন করে “জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা” নামে সংশোধিত সার্টিফিকেট দেওয়া হয়।
তবে নির্বাচন কমিশন ২০২১ সালের ২৮ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল করে।
পরে বিষয়টি নিয়ে দায়ের করা হয় রিট পিটিশন (নং-৭৭৭৬/২০২১)। উক্ত মামলায় হাইকোর্ট বিভাগ ২০২৫ সালের ১৯ মার্চ রায় প্রদান করে নির্বাচন কমিশনের ২০২১ সালের প্রজ্ঞাপনটি set aside ঘোষণা করে।
হাইকোর্টের ওই রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ২০২১ সালের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনটি বাতিল করেছে এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর