বরগুনার আমতলী উপজেলায় ভোক্তা অধিকারের পরিচালক (বরিশাল)-এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে ইউনিক স্পেশালাইস্ট হসপিটালের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা এবং ডেঙ্গু পরীক্ষার ফি অতিরিক্ত নেওয়ার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মহিলা কলেজ রোডের কনকচাঁপা স্টোরকে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রি করায় ৬ হাজার টাকা এবং আরও ২টি ফার্মেসিকে ৩ হাজার টাকা সহ মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ এর পরিচালক (বরিশাল) অপূর্ব অধিকারী, বরগুনা ভোক্তা অধিকার সংরক্ষণের মোসা: সাফিয়া সুলতানা, আমতলী উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর সাবেরা খাতুন মুন্নি, আমতলী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো: কবির হোসেন এবং আমতলী থানা পুলিশের দুই জন সদস্য।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণের পরিচালক (বরিশাল) অপূর্ব অধিকারী বলেন, যাদেরকে জরিমানা করা হয়েছে, ভবিষ্যতে তারা অনিয়ম করলে প্রতিষ্ঠান সিলগালা সহ জেল দেওয়া হবে।
তিনি সকলের উদ্দেশ্যে আরও বলেন, যেসকল ফার্মেসি বন্ধ পাওয়া গেছে, ভবিষ্যতে এসেও যদি তাদেরকে বন্ধ পাওয়া যায়, তাহলে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর