ইসরায়েল গাজায় প্রবেশ করা ত্রাণ সীমিত করে দেওয়ায় নতুন করে মানবিক সংকট দেখা দিয়েছে। অন্যদিকে, হামাস তাদের বন্দিদের মরদেহ ও নিখোঁজ সদস্যদের সন্ধান অভিযান অব্যাহত রেখেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী প্রতিদিন প্রায় ৬০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের কথা থাকলেও বাস্তবে মাত্র ১৪৫টি ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে। এতে করে খাদ্য, পানি, ওষুধ এবং আশ্রয়ের সংকট তীব্র আকার ধারণ করেছে।
গাজার বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেছেন, ইসরায়েলের এই পদক্ষেপ আবারও পূর্ণমাত্রার বোমাবর্ষণের দিকে পরিস্থিতিকে ঠেলে দিতে পারে। এদিকে, হামাস জানিয়েছে, তারা এখনও দখলকৃত এলাকা থেকে বন্দিদের মরদেহ ও নিখোঁজ সদস্যদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।
এ পরিস্থিতিতে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় ত্রাণপ্রবাহ স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে। শীত মৌসুমে প্রবেশের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো।
বিশ্লেষকদের মতে, গাজায় চলমান অবরোধ ও সহিংসতা সীমান্ত পেরিয়ে দক্ষিণ লেবানন পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে, যা আঞ্চলিক সংঘাতকে আরও জটিল করে তুলবে।
সূত্র: আল জাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর