বাংলাদেশ জামায়াতে ইসলামী'র বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমেদের জনসভায় বিএনপি জেলা কমিটির বহিষ্কৃত সহ-সভাপতি সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিনার তালুকদারসহ শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রবিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বামনা উপজেলার সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জনসভায় নব যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতৃবৃন্দ।
বিশাল এই জনসভায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। জনসমুদ্রে উচ্ছ্বসিত ডা. সুলতান আহমেদ বলেন, দেশের মানুষ সব দলকে দেখেছে, তাই এখন জামায়াতের জোয়ার বইছে। ইনশাআল্লাহ, এ বছর জামায়াতে ইসলামী সরকার গঠন করবে। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, সাধারণ মানুষের দুঃখে পাশে থাকি। কোনো চাঁদাবাজি, দখলদারি বা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জামায়াতের সম্পর্ক নেই। ক্ষমতায় এলে আমরা সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করব।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, বরগুনা-২ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযাম হোসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির (বরগুনা-১), এবং ডা. সুলতান আহমেদ, মজলিসে শুরা সদস্য ও সংসদ প্রার্থী (বরগুনা-২)। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আবু জাফর মো. ছালেহ, সাবেক জেলা আমির, বরগুনা, মো. আহসান শামীম, সহকারী সেক্রেটারি, বরগুনা, এবং আব্দুল জলিল আকন্দ, শুরা ও কর্মপরিষদ সদস্য, গাজীপুর জেলা।
সভায় সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা সাইদুর রহমান, আমির, বামনা উপজেলা। বক্তারা বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, স্লোগানকে সামনে রেখে দেশের ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের মানুষ এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী প্রার্থীদের বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর