উত্তর আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায় ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) রাত ১২টা ৫৯ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বলখ প্রদেশের খলম এলাকায়, মাজার-ই-শরিফ শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ২৮ কিলোমিটার।
এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশপাশের এলাকায় তীব্রভাবে কম্পন অনুভূত হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। রাজধানী কাবুলসহ পার্শ্ববর্তী প্রদেশগুলোতেও ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়।
ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায় এর আগেও বেশ কয়েকটি বিধ্বংসী ভূমিকম্প হয়েছে। চলতি বছরের শুরুতে পূর্ব আফগানিস্তানে একই মাত্রার একটি ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।
বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান এমন একটি এলাকায় অবস্থিত যেখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। ফলে এই অঞ্চলে নিয়মিত ভূমিকম্প ঘটে থাকে।
উদ্ধারকর্মীরা সম্ভাব্য ক্ষয়ক্ষতির খবর জানতে দুর্গম এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাজু/নিএ
সর্বশেষ খবর