উত্তর আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল ও তার আশেপাশে শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আফগানিস্তানের মাজার‑ই‑শরীফ শহরের কাছে শুক্রবার গভীর রাতে এই ভূমিকম্প অনুভূত হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে অন্তত সাতজন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে, স্থানীয়রা রাতভর আতঙ্কের মধ্যে কাটিয়েছে।
ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ২৮ কিলোমিটার, যা আফগানিস্তানের ভূমিকম্প‑প্রবণ হিন্দুকুশ এলাকায় টেকটনিক প্লেট সংঘর্ষের কারণে হয়ে থাকে। দুর্বল নির্মাণ ও অবকাঠামোর কারণে বিপর্যয় গুরুতর হয়েছে।
স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার ও ধ্বংসস্তূপ থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করতে তৎপর। স্বাস্থ্যসেবা দ্রুত পৌঁছে দেওয়ার পাশাপাশি, ভবন ও অবকাঠামোর নিরাপত্তা পর্যালোচনা জরুরি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আফগানিস্তান ও প্রতিবেশী অঞ্চলের দুর্বল অবকাঠামো এবং রাতের সময়ের ভূমিকম্প উদ্ধার কার্যক্রমকে আরও কঠিন করে তুলেছে। আন্তর্জাতিক সহায়তা ও দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর