যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের কাছে এত শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে যে তা দিয়ে “পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া” সম্ভব — এবং দ্রুত পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য তিনি প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন। এই মন্তব্য তিনি মার্কিন টিভি অনুষ্ঠান সিবিএসের ‘৬০ মিনিট’ সাক্ষাৎকারে করেছেন।
ট্রাম্প জানান, শুধু উত্তর কোরিয়া নয়—অন্যান্য দেশও নিয়ম করেই পারমাণবিক পরীক্ষায় লিপ্ত হচ্ছে; সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রও পরীক্ষার বিষয়ে পিছু হটুক না। তিনি বলেন, “অস্ত্র বানিয়ে পরীক্ষা না করলে কিভাবে জানতে পারবেন সেটা কাজ করে কি না?” তিনি রাশিয়া ও চীনের কাছেও উল্লেখযোগ্য পরিমাণ পারমাণবিক সামর্থ্য আছে বলে উল্লেখ করেছেন এবং বলেন, যুক্তরাষ্ট্র গোপনভাবে কাজ করে না—এ বিষয়ে তিনি রাশিয়া ও চীনের নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কিছু পদক্ষেপ নেওয়া উচিত—কিন্তু একই সঙ্গে প্রতিপক্ষদের তুলনায় সক্ষমতা বজায় রাখা জরুরি। তিনি প্রতিরক্ষা বিভাগের কাছে পরীক্ষা দ্রুততর করতে নির্দেশ দিয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর