গণভোটের সময়সূচি ও বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জমা দিতে আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি বলেন, “গণভোট ইস্যুতে আমরা কোনো আল্টিমেটাম দিইনি, কেবল আহ্বান জানিয়েছি। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে একক সিদ্ধান্ত দিলে ভালো হয়। তবে তারা যদি ঐক্যমত্যে পৌঁছাতে না পারে, তাহলে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নিজেই নেবে।”
ড. আসিফ নজরুল আরও বলেন, “সরকার এখন আর কোনো আলোচনার আয়োজন করবে না। গত ১৫ বছরে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো বহু কঠিন পরিস্থিতিতে একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে, আন্দোলন করেছে, নির্যাতনের শিকার হয়েছে। এবারও আমরা আশা করছি তারা নিজেরাই ঐক্যমত্যে পৌঁছাবে।”
এছাড়া, বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।
আইন উপদেষ্টা বলেন, “গণভোটের সময়সূচি ও বিষয়বস্তু চূড়ান্ত করতে এখন সিদ্ধান্ত জরুরি। আর সময় নষ্টের সুযোগ নেই। দলগুলো ঐকমত্যে না পৌঁছালে সরকার তার মতো করেই সিদ্ধান্ত গ্রহণ করবে।”
সাজু/নিএ
সর্বশেষ খবর