রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দুর্ঘটনায় নিহত পথচারী আবুল কালামের পরিবারকে দেওয়া ৫ লাখ টাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন, এই অর্থটি কোনো ক্ষতিপূরণ নয়, বরং তাৎক্ষণিক সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ বলেন, “ঘটনার পরপরই আমরা নিজেরা বিষয়টির সঙ্গে যুক্ত হয়েছি। নিহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া থেকে জানাজা পর্যন্ত সব আয়োজন আমরা ও মন্ত্রণালয় যৌথভাবে সম্পন্ন করেছি। এরপর উপদেষ্টা স্যার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহায়তা হিসেবে ওই অর্থ দিয়েছেন।”
তিনি আরও বলেন, “অনেকে বলছেন, এটা জীবনের মূল্য হিসেবে দেওয়া হয়েছে—কিন্তু তা নয়। এটা শুধুমাত্র মানবিক দিক বিবেচনায় দেওয়া একটি তাৎক্ষণিক সহায়তা।”
নিহত আবুল কালামের পরিবারের দীর্ঘমেয়াদি সহায়তা পরিকল্পনা নিয়েও জানান তিনি। এমডি ফারুক আহমেদ বলেন, “আমরা ইতোমধ্যে তার স্ত্রী আইরিন আক্তার পিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি। তার যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা হয়েছে। তিনি সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্র জমা দিলে চাকরিতে যোগ দিতে পারবেন।”
বর্তমানে আইরিন আক্তার অনার্সে অধ্যয়ন করছেন। এ বিষয়ে ফারুক আহমেদ বলেন, “ওনার অনার্স শেষ হতে আরও ছয় মাস সময় লাগবে। পড়াশোনা সম্পন্ন করার পর যোগ্যতা অনুযায়ী পদোন্নতির ব্যবস্থাও রাখা হয়েছে।”
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল কালাম। পরে তার পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে এই অর্থপ্রদানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর