পূর্বঘোষিত পাঁচ দফা দাবি আদায়ে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল। সোমবার (৩ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, “আমরা যে ঐকমত্যে পৌঁছেছিলাম, সেখানে একটি দল হঠাৎ করে বিরোধিতা করছে। আমরা আশা করি তারা দ্রুত তাদের অবস্থান পরিষ্কার করবে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া গণভোট অর্থহীন। গণভোটের মাধ্যমেই সনদ বাস্তবায়ন করতে হবে।”
মামুনুল হক বলেন, “বাংলাদেশ ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে, কিন্তু জুলাই সনদ নিয়ে যে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেশবাসী দেখেছিল, তা এখনো বাস্তব হয়নি। আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন না পাঁচ দফা দাবি বাস্তবায়িত হয়।”
তিনি আরও বলেন, “আমরা জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানাচ্ছি। জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে গণভোটের মাধ্যমে এই সনদ বাস্তবায়ন করতে হবে। আরপিও (নির্বাচনী আইন) সংশোধনের যে উদ্যোগ চলছে, সেটি আমরা গ্রহণ করব না—আরপিও আগের মতোই রাখতে হবে।”
ঘোষিত নতুন কর্মসূচির মধ্যে রয়েছে—
৬ নভেম্বর সকাল ১১টায়: প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল।
১১ নভেম্বর: দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ।
সরকারের দেওয়া সাত দিনের সময়সীমা প্রসঙ্গে মামুনুল হক বলেন, “আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো বসে একমত হবে এবং আলোচনার মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়নের পথ খুলবে ইনশাআল্লাহ।”
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর