রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২ নভেম্বর) রাত থেকে সোমবার (৩ নভেম্বর) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি।
গ্রেপ্তাররা হলেন- ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির (৩৮), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. নাহিদ হাসান শাওন (২৩), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে লিটন ফকির (৪২), চাঁদপুর জেলার যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও শাহরান্তি উপজেলার যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন কিরন (৪৩), পিরোজপুর জেলার কুমারখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. রিয়াদ মাতুব্বর (৩১) ও ছাত্রলীগের বরিশাল মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম রাকিব (২৮)।
সোমবার (৩ নভেম্বর) তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, রোববার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম মাজহারুল ইসলাম সোহেল ফকিরকে গ্রেপ্তার করে। একইদিন রাত ১০টা ৩০ মিনিটে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালী জোনাল টিম যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে নাহিদ হাসান শাওনকে গ্রেপ্তার করে।
উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টর এলাকায় সোমবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে ডিবি উত্তরা বিভাগের একটি টিম মাহবুব আলম ওরফে লিটনকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, রোববার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে মগবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. নিজাম উদ্দিন কিরনকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম। একইদিন বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে কদমতলী থানাধীন শ্যামপুর ১০ নম্বর রোড থেকে ডিবি গুলশান বিভাগের একটি টিম রিয়াদ মাতুব্বরকে গ্রেপ্তার করে। সোমবার (৩ নভেম্বর) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে ডিবি সাইবার বিভাগ সিরাজুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ৬ জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর