বরিশালের বগুড়া রোডে অবস্থিত অপসো স্যালাইন (Opsonin Saline Ltd.) কারখানায় একযোগে প্রায় ৫০০ থেকে ৫৮০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাইয়ের নোটিশ ডাকযোগে হাতে পাওয়ার পর শনিবার সকালে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শ্রমিকদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে কাজ করলেও কোম্পানি পরিকল্পিতভাবে অভিজ্ঞ শ্রমিকদের সরিয়ে দিচ্ছে এবং কম মজুরিতে নতুন শ্রমিক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় তারা ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখেন।
অন্যদিকে, কোম্পানির পক্ষ থেকে পাঠানো নোটিশে বলা হয়েছে, স্টেরিপ্যাক বিভাগে উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় শ্রম আইন ২০০৬-এর ধারা ২৬(৩) অনুযায়ী শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, ছাঁটাই হওয়া শ্রমিকদের সব পাওনা আগামী ২০ নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে।
এদিকে প্রশাসন ও শ্রম বিভাগ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছে। শ্রমিকদের হঠাৎ ছাঁটাইয়ে শত শত পরিবার আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে।
এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে, এবং স্থানীয়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সর্বশেষ খবর