হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানের মধ্যে ছিল মহান শহীদদের কবরে পুস্পমাল্য অর্পণ, কবর জিয়ারত ও দোয়া মাহফিল,ঐতিহাসিক তেলিখালী দিবসে’র তাৎপর্য শীর্ষক স্মৃতিচারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় মুক্তিযোদ্ধা,বিভিন্ন উপজেলা থেকে আগত
বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কুশল/সাএ
সর্বশেষ খবর