বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকেলে বিএনপির দলীয় মনোনয়ন ঘোষনা করেছেন।
এর মধ্যে সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার একাংশ) আসনে ৫ আগষ্টের পর দলীয় শৃংখলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে তিন মাস দলকে অব্যাহতি পাওয়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সাবেক এমপি এম. আকবর আলী, সিরাজগঞ্জ- ৫ (শাহজাদপুর) আসনে জেলা বিএনপির উপদেষ্টা ডা. এম.এ মুহিত ও সিরাজগঞ্জ -৬ (বেলকুচি-চৌহালী) আসনে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আমিরুল ইসলাম খান আলী। তবে সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) স্থগিত রেখেছেন।
এদিকে, মনোনয়ন ঘোষনার পর মনোনীত প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর