জাতীয় সংসদীয় আসন ১০৮ বরগুনা ১ আসন (বরগুনা সদর-আমতলী-তালতলী) থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন বরগুনা জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা। জাতীয় সংসদীয় আসন ১০৯ বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক ৩ বারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩২ আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
বরগুনা ১ ও ২ আসনের মনোনয়ন ঘোষণার পরই নেতা কর্মীরা জড়ো হতে থাকে। বরগুনা, আমতলী, তালতলী, পাথরঘাটা, বামনা ও বেতাগীতে দলীয় নেতা কর্মীরা এসময় ধানের শীষের ভোট চেয়ে মিছিল প্রদক্ষিণ করে শহরে।
বিএনপির মনোনয়ন ঘোষণা নিয়ে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন বলেন, আমরা বরগুনার ২টি আসনে আমাদের কাঙ্খিত প্রার্থী পেয়ে গেছি। বরগুনার ২টি আসনে বিএনপির অবস্থান অত্যন্ত শক্তিশালী। আমাদের দলের মধ্যে কোন গ্রুপিং নেই। ইনশাআল্লাহ এবার আমরা দুটি আসনেই বিপুল ভোটের মাধ্যমে বিজয় আসন করবো।
বিএনপির মনোনয়ন পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বরগুনা -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন, দলের মনোনয়ন পেয়ে আল্লাহর কাছ শুকরিয়া আদায় করতেছি। আমাকে মনোনয়ন প্রদান করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু সহ বিভাগীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করছি। ১৯৯১ সালের পর বরগুনায় কখনো বিএনপির প্রার্থী দেয়া হয়নি। এই এলকার সিংহভাগ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। এবার তাদের প্রত্যাশা পূরণ হয়েছে। ইনশাআল্লাহ এবার আমাদের বিজয় হবে।
বরগুনা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক ৩ বারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমার হাতে এই এলাকার উন্নয়ন ব্যাপক উন্নয়ন হয়েছিল। গত ১৭ বছরে এই এলাকার উন্নয়নতো হয়নি বরং তাদের সন্ত্রাস, চাঁদাবাজি, অত্যাচার নির্যাতনে মানুষ দিশেহারা হয়ে পরেছিল। এবার পাথরঘাটা-বামনা-বেতাগীর অবহেলিত মানুষের স্বপ্ন পূরণে দল আমাকে মনোনয়ন প্রদান করছে। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হতে পারলে বরগুনা জেলার ভৌগলিক অবস্থানকে নির্নয় করে একটি শক্তিশালী ইকোনমিক জোন তৈরি করবো। যাতে এই অঞ্চলের যুবকদের বেকারত্ব সমস্যা ঘুচে যাবে। বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে।
কুশল/সাএ
 সর্বশেষ খবর