বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২৩২ আসনে ধানের শীষ মার্কার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এতে পঞ্চগড়-১ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।
তিনি পঞ্চগড়-১ আসনের বার বার ধানের শীষ নিয়ে নির্বাচিত সংসদ সদস্য হয়ে জাতীয় সংসদের স্পীকার এবং অস্থায়ী রাস্ট্রপতি ছিলেন। আগমি জাতীয় সংসদ নির্বাচনে এবার ব্যারিস্টার জমির উদ্দিনের ধানের শীষ তার প্রথম পুত্র ব্যারিস্টার নওশাদ জমিরের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রার্থী ঘোষনার পর থেকেই জেলা বিএনপিতে আনন্দ বিরাজ করছে।
পঞ্চগড় জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল জানান আমরা অত্যন্ত আনন্দিত কারন পুত্রের হাতে ধানের শীষ তুলে দেওয়া নওশাদ জমির তরুন ক্লিন ইমেজের প্রার্থী। ধানের শীষ বিজয়ের জন্য পঞ্চগড় জেলার তিন উপজেলার বিএনপি'র নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমি মনে করি পঞ্চগড়ের বটবৃক্ষ ব্যারিস্টার জমিরউদ্দীনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আগামি নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর