রাজধানীর খাদ্য প্রেমীদের জন্য নতুন সংযোজন হিসেবে বনশ্রী মেইন রোড, এ ব্লকে উদ্বোধন হলো ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবারের ঠিকানা সুলতান হান্ডি এন্ড কাবাব রেস্টুরেন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অভিনেত্রী ও মডেল রাজ রিপা এবং চলচ্চিত্র অভিনেতা, পরিচালক সাহেদ শরীফ খান।
উদ্বোধনী সপ্তাহে থাকছে বিশেষ অফার- মাত্র ৬৯০ টাকা এক কেজি রান্না করা গরুর মাংস।
রেস্টুরেন্টটির প্রতিষ্ঠাতা মো. মোসারফ হোসেন গাজী জানিয়েছেন, এখানে থাকবে আসল স্বাদের কাবাব ও দেশীয় খাবারের অনন্য সমাহার।
তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি শুক্রবার অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা থাকবে সুলতান হান্ডি কাবাবের পক্ষ থেকে। মানুষকে ভালো খাবারের মাধ্যমে একত্রিত করা এবং সমাজের জন্য কিছু করা, এই লক্ষ্য নিয়েই আমাদের পথচলা।
কুশল/সাএ
সর্বশেষ খবর