সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন ঘিরে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কোথাও আনন্দ মিছিল, আবার কোথাও মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
দলীয় সূত্রে জানা যায়, এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই গৌরীপুর পৌর শহরে বিক্ষোভ শুরু হয় হিরণের সমর্থকদের মধ্যে।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মনোনয়ন বঞ্চিত তায়েবুর রহমান হিরণের স্ত্রী সাঈদা মাশরুর, গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান আকন্দ সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াস প্রমুখ। বিক্ষোভে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও হাজারো সমর্থক অংশ নেন।
বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে ঘোষণা দেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, “গত ১৭ বছর ধরে হিরণ রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। তার এই ত্যাগের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। মনোনয়ন পরিবর্তন না হলে নারী-পুরুষসহ কর্মীদের নিয়ে কঠোর আন্দোলনে নামব।”
মনোনয়ন বঞ্চিত তায়েবুর রহমান হিরণের স্ত্রী সাঈদা মাশরুর বলেন, “আমার স্বামী গত ১৭ বছর রাজপথে ছিলেন, শতাধিক মামলার আসামি হয়েছেন, কখনো বাসায় শান্তিতে ঘুমাতে পারেননি। আমি ও আমার মেয়ে আন্দোলনের মাঠে থেকেছি, কোর্ট-কাচারিতে ছুটেছি। আমার স্বামীর এই ত্যাগের মূল্যায়ন চাই। ঘোষিত মনোনয়ন প্রত্যাহার করে তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতে হবে।” গৌরীপুরে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে। নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে রাস্তায় নেমেছেন, এবং সময়মতো দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর