কবিসংসদ বাংলাদেশ কেন্দ্রীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম তামিজী সম্প্রতি ২০২৫-২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছেন। এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কবি ও সাংবাদিক রাজু আলীম, সাধারণ সম্পাদক হয়েছেন কবি ও শিশুসাহিত্যিক তৌহিদুল ইসলাম কনক এবং নির্বাহী সভাপতি পদে এসেছেন কবি ও কথা সাহিত্যিক হালিমা বেগম। মোট ১১১ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন: সিনিয়র সহ-সভাপতি সাইদা আজিজ চৌধুরী লিটন হায়দার; সহ-সভাপতি কবি ও সাংবাদিক অশোক ধর, কবি ও নাট্যকার লুৎফুল আহসান বাবু, লেখক ও প্রকাশক হুমায়ুন কবীর, কবি আউয়াল খন্দকার, সব্যসাচী লেখক ফারুক প্রধান, কথা সাহিত্যিক আমির হোসেন, কবি বাপ্পি সাহা, বরিশাল বিভাগ থেকে ডা. এস দাস, খুলনা বিভাগ থেকে অধ্যাপক নুরুল আহমেদ, সিলেট বিভাগ থেকে কবি পুলিন রায়, ঢাকা বিভাগ থেকে কবি মোহাম্মদ আনোয়ার হোসেন, ময়মনসিংহ বিভাগ থেকে রাজিয়া সুলতানা, রংপুর বিভাগ থেকে অধ্যাপক ফজলে এলাহি এবং চট্টগ্রাম বিভাগ থেকে মাহবুবা চৌধুরী।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কবি সুবর্ণা দাস। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন: রাজশাহী বিভাগ থেকে কবি মুসলেহা সুলতানা, খুলনা বিভাগ থেকে কবি এজি রানা, রংপুর বিভাগ থেকে শারমিন বিথী, চট্টগ্রাম বিভাগ থেকে কবি শেখ শাম্মী তুলতুল এবং বরিশাল বিভাগ থেকে অলোক মিত্র।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সাহিত্য সম্পাদক কবি ইকবাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক কণ্ঠশিল্পী রূপক চৌধুরী, প্রচার সম্পাদক কবি নিত্যানন্দ বিশ্বাস, প্রকাশনা সম্পাদক কবি কনক বিশ্বাস, আন্তর্জাতিক সম্পাদক কবি মুহাম্মদ ওসমান গনি, লেখক কল্যাণ সম্পাদক কবি আরিফা মিলি, সাহিত্য গবেষণা সম্পাদক ডাক্তার হেলাল উদ্দিন খন্দকার, অর্থ সম্পাদক কবি রওশন আরা এবং দপ্তর সম্পাদক মো. ফরহাদ হোসেন সিকদার।
স্বাস্থ্য বিষয়ক সমন্বয়কারী হিসেবে রাইসা ইসলাম, বরিশাল জেলা সমন্বয়কারী মুক্তা আক্তার, এবং বিভিন্ন জেলার কার্যনির্বাহী সদস্য ও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন: কবি ইউসুফ রেজা (ঢাকা), কবি জাহানারা তোফায়েল (ঢাকা), কবি ফাতেমা হক (রংপুর), কবি গোলাম নবী পান্না (ঢাকা), কবি কাজী নাজনীন (ঢাকা), কবি সাখাওয়াত খান (মাগুরা), কবি বৃষ্টি মিনা (ঢাকা), কবি নাহীন ফেরদৌস (ঢাকা), কবি নুরুদ্দিন শেখ (ফরিদপুর), কবি রুবেল আহমেদ (পটুয়াখালী), কবি আল আমিন বাকলাই (ঝালকাঠি), কবি হৈমন্তী শুক্লা ওঝা (ঝালকাঠি প্রতিনিধি), কবি জাকিয়া সুলতানা (রাজশাহী), কবি সেতু পারভেজ (ঢাকা), কবি জালালউদ্দিন নলুয়া (নারায়ণগঞ্জ), কবি লুৎফা জালাল (নারায়ণগঞ্জ), কবি নুর হোসেন (মেহেরপুর), কবি ইব্রাহিম রেজা (যশোর), কবি ইলা বিশ্বাস (খুলনা), কবি নীলিমা আক্তার নীলা (বান্দরবান), কবি মুস্তাফিজুর রহমান (লক্ষ্মীপুর), কবি শফিউল্লাহ আনসারী (ময়মনসিংহ), কবি আলমগীর কবির হৃদয় (পাবনা), লেখক ও গবেষক মুস্তাক আহমেদ (ঢাকা), আখম সিরাজুল ইসলাম (সাভার, ঢাকা), কবি আব্দুল হক রেনু (হবিগঞ্জ), সুজয় কুমার পাল (রাজবাড়ী), ইলোরা সোমা (সিরাজগঞ্জ), জিল্লুর রহমান জিল্লু (বরিশাল), আমির হোসেন মেম্বার (রাঙ্গাবালী, পটুয়াখালী), অরণ্য মজিদ (কুষ্টিয়া), পরিমল চন্দ্র অধিকারী (শরীয়তপুর), নাসিমা খান (খুলনা), তপন কুমার তপু (মাগুরা জেলা সমন্বয়কারী), সাধনা নাগ (নারায়ণগঞ্জ), জহুরুল ইসলাম বাদল (ঝালকাঠি জেলা প্রতিনিধি), কবি মুজাহার হান্নান (চট্টগ্রাম), আশরাফুজ্জামান সবুজ (লালমনিরহাট), নুরুজ্জামান হোসাইন (মাদারীপুর), মমতাজ কলি (পাবনা), সৈয়দা রুবিনা (চাঁপাইনবাবগঞ্জ), রুপা রহমান (জয়পুরহাট), জয়প্রকাশ সরকার (মানিকগঞ্জ), বদিউজ্জামান সাগর (ফরিদপুর), ওয়ালি জসিম (মালদ্বীপ), আলিআশরাফ খান (কুমিল্লা), তারাশঙ্কর চক্রবর্তী (পশ্চিমবঙ্গ, ভারত), কবি রিনা গিরি (পশ্চিমবঙ্গ, ভারত), ইকবাল দরগাই (হুগলি, পশ্চিমবঙ্গ, ভারত), রেনু আহমেদ (ঢাকা), তাহমিনা সুলতানা (খুলনা), নজমুল হক খান (বগুড়া), আলী সারোয়ার পথফুল (নাটোর), নুরজাহান বেগম শিল্পী (নরসিংদী), নিত্য গোপাল বিশ্বাস (নড়াইল), সাংবাদিক আমিনুল হক ভূঁইয়া, আবুল খায়ের (ঢাকা), হায়দার আলী লিটন (ঢাকা), আবু হানিফ হৃদয় (ঢাকা), নাজমুল হাসান মিলন (মানবাধিকার সমন্বয়ক), জাগ্রত মাইনুদ্দিন (উদযাপন সমন্বয়কারী), সাইফুল ইসলাম মিরন (ধর্ম বিষয়ক সমন্বয়কারী), অলক মিত্র (পিরোজপুর), তাপস মিত্র (পিরোজপুর), জেসমিন বৈশাখী (কুড়িগ্রাম), কণ্ঠশিল্পী নিতুল ইয়াসমিন (সংগীত সমন্বয়কারী) এবং কবি কুমকুম কবির (কুষ্টিয়া)।
কুশল/সাএ
সর্বশেষ খবর