রাজবাড়ী সদরের বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোরশেদ আলমকে হত্যার হুমকি ও তার বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তৃব্য দেওয়ায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক, বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে নিহত সাগর হত্যা মামলার আসামী ও ভূমিদস্যু আবুল কালাম আজাদকে গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে এ মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে বাজার ব্যবসায়ী পরিষদ।
এ সময় বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটনের সভাপতিত্বে বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোরশেদ আলম, ব্যবসায়ী ফজলুর রহমান, কাজী আজিজুল ইসলাম, আব্দুল গফুর, আবুল হোসেন, যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা আরিফ মিয়া প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা এ সময় বলেন, বানিবহ ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম আজাদ একজন আওয়ামী লীগ নেতা ছিলেন। এমনকি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাগর হত্যা মামলার আসামী। জেলা পরিষদের হিসাব রক্ষক পদে চাকুরী করলেও এক যুগে সে শত শত কোটি টাকার মালিক। তার অত্যাচারে মানুষ ছিল অতিষ্ঠ। জমিদখলসহ নানা অপকর্মের হোতা হলেও তার অবৈধ টাকা আর প্রভাবের কারণে প্রশাসনও নিরব ভুমিকা পালন করছে। আওয়ামী লীগের আমলে অপকর্ম করলেও এখনো অদৃশ্য ইশারায় তিনি এলাকার মানুষের উপর নির্যাতন শুরু করেছে। এক যুগ আগেও ভাঙ্গা টিনের ঘর ছিল, এখন বড় বড় মার্কেট শত শত শত কোটি টাকার সম্পদ। তারই ধারাবাহিকতায় বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোরশেদ আলমকে সামাজিক ফেইসবুকে হত্যার হুমকি প্রদান করেছে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরী জিডি করেছে ভুক্তভোগী।
তারা বলেন, আবুল কালাম আজাদের ভাইকে আঃ লতিফ চেয়ারম্যান একটি থাপ্পর দিয়েছিল, দেখে নেওয়ার হুমকির পর লতিফ চেয়ারম্যান হত্যার শিকার হন। আবারও বাজার সভাপতিকে প্রকাশ্যে এ হুমকি দিয়ে কি বোঝাতে চাচ্ছেন।
অচিরেই আবুল কালাম আজাদকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জোর দাবি জানান তারা। তা না হলে আরো কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন বক্তারা।
কুশল/সাএ
 সর্বশেষ খবর