বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্তদের তালিকায় সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম এর নাম না থাকায় রাস্তা অবরোধ সহ বিক্ষোভ মিছিল সমাবেশ করছে প্রাপ্তির কর্মী সমর্থকরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল,পুষ্প পুত্তলিকা দাহ করেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত মনোনয়ন বাতিল করে গণমানুষের নেতা ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবি জানান তারা। এ দাবি না মানলে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবেন এবং এ আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হুশিয়ার করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান ও নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম, সাবেক স্বনির্ভর বিষয় সম্পাদক হাফিজুর রহমান বাবু, সাবেক ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক শেখ রবিউল ইসলাম, মৌতলা ইউনিয়ন বিএনপির সম্পাদক ফয়সাল কবির, যুবদল মৌতলা ইউনিয়নের সদস্য সচিব তৌহিনুর ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম সেলিম আহম্মেদ, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহম্মেদ জাকির, আবু হাসান, কালিগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, নলতা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মো. কিসমতল বারী, সাধারণ সম্পাদক মিলন সরকার ও সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী খান।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, “দলীয় মনোনয়ন বণ্টনে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের প্রতি সুবিচার হয়নি।” তারা অবিলম্বে ডা. শহিদুল আলমের প্রতি দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
উল্লেখ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পরপরই ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেয়ায় গতকাল বিকাল থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে।
সালাউদ্দিন/সাএ
 সর্বশেষ খবর
  জেলার খবর এর সর্বশেষ খবর