শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদারের অফিসে হাত বোমা নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) রাতে সদর পৌরসভার ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গঠনের শুরু থেকেই সবুজ তালুকদার এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত। সোমবার রাতে কয়েকজন দুর্বৃত্ত তার অফিসের সামনে একাধিক হাত বোমা নিক্ষেপ করে ও বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বোমার বিকট শব্দে এলাকায় ও অফিসসংলগ্ন লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করে।
এনসিপির জেলা সিনিয়র যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, গঠনের শুরু থেকেই আমি এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষ থেকে আমাকে মোবাইলফোনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। পরিকল্পিতভাবেই এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর