টিভি টকশোতে মানহানিকর ও মিথ্যা বক্তব্য উপস্থাপন করায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভুপরিবেশ বিভাগের অধ্যাপক ড.নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী ও সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক কে.এম শাহরিয়ার শহিদ বাপ্পি আরজিটি গ্রহন করে আদেশের অপেক্ষায় রেখেছেন। গত ২৫ অক্টোবর গাজী টেলিভিশনের টাইমলাইন বাংলাদেশ টকশোতে নাহরিন ইসলাম খান বলেছেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী একটি গণমাধ্যমে দেয়া বক্তব্যে দাবি করেছেন ৫ আগষ্টের পর পলাতক আওয়ামীলীগ নেতাদের স্ত্রীর উপর জামায়াত নেতাকর্মীদের হক রয়েছে। মুহুর্তেই টকশোর বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, আমার ব্যক্তিগত ভাবমুর্তি ও সুনাম ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্রমুলকভাবে টকশোতে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। যেহেতু আমি বক্তব্য দেই নাই সেহেতু বক্তব্যটি প্রত্যাহারের জন্য পরদিনই আমি আহবান করেছিলাম। কিন্তু তিনি বক্তব্য প্রত্যাহার করেননি। তাই ফৌজদারি আইনে মামলাটি দায়ের করেছি। আশা করছি আদালত সুবিচার দিবেন।
বাদী পক্ষের আইনজীবী এ্যাড. আবু তালেব বলেন, বিজ্ঞ আদালতে বাদীর জবানবন্দী নিয়েছেন। আদালত মামলাটি আদেশের অপেক্ষায় রেখেছেন।
সর্বশেষ খবর