রাজবাড়ী-২ আসনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, দল যে সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে চলব, আমাদের নেতাকর্মীরা বিগত ১৭ বছর ধরে দলের হয়ে কাজ করছে, দলের সিদ্ধান্ত মেনে আগামীতেও কাজ করে যাবে।
আওয়ামী লীগ হটাও আন্দোলনে আমাদের সঙ্গে যারা ছিল, তাদেরও দল মূল্যায়ন করছে, তারা আমাদের সঙ্গে ছিল। তবে রাজবাড়ী-২ আসনে যার কথা শোনা যাচ্ছে, তিনি একটি দলের মহাসচিব, তিনি গোপালগঞ্জের বাসিন্দা, বালিয়াকান্দিতে তার মামাবাড়ি। এ আসনের মানুষ ধানের শীষের পক্ষে ভোট দিতে মরিয়া হয়ে রয়েছে।
মঙ্গলবার বিকালে পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পাংশা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় এসব কথা বলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী হারুন অর রশীদ।
এ সময় পাংশা উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহ মো: রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, শরিফুল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রুমান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি সভাপতি লিয়াকত আলী খান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুবদলের নেতা মাসুদ রানা জনি, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর