গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মুছিদহ গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট সাইফুজ্জামান তুহিন।
তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় সততা, মেধা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। দায়িত্বশীল আইনজীবী হিসেবে পেশাজীবনে অর্জন করেছেন সহকর্মীদের আস্থা ও শ্রদ্ধা। নতুন এই পদে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় পরিবার, রাজনৈতিক ও সামাজিক মহলে আনন্দের বন্যা বইছে।
রাজবাড়ীর আইন অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে এ সংবাদে গর্ব ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও সহকর্মী আইনজীবীরা।
সাবেক ছাত্রদল নেতা সাইফুজ্জামান তুহিন বিগত দিনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অসংখ্য মামলায় জামিন করাতে অগ্রণী ভূমিকা রেখেছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর