বগুড়ার শাজাহানপুর উপজেলার ১৩ নম্বর ওয়ার্ডের বনানী বিশ্বরোড এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিসের পাশে এক অজ্ঞাতনামা ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকালে পথচারীরা রাস্তার পাশের লাশটি পড়ে থাকতে দেখে। স্থানীয়রা শাজাহানপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের গলার এক পাশে কিছু অংশ কাটা রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় ও মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আরো স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। পথচারী ও বাসিন্দারা বলছেন, দিনের শুরুতে এমন লাশ পড়ে থাকতে দেখা অত্যন্ত আতঙ্কজনক।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর