সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে বরগুনার তালতলীর নিদ্রার সৈকতে শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব শেষ হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সূর্যের আলো ফোটার আগেই নিদ্রা সৈকতে শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সমবেত হন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ও ব্রহ্ম মুহূর্তে রাস উৎসবে আসা পুণ্যার্থীরা সূর্য দেবতাকে প্রণাম জানিয়ে ও উলুধ্বনি দিয়ে সাগরে পুণ্যস্নানে নেমে পড়েন।
পুণ্যলাভের আশায় এবং পরলোকগত স্বজনদের আত্মার শান্তি কামনায় সাগর পাড়ে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মোম ও আগরবাতি জ্বালিয়ে গঙ্গাদেবীকে অর্ঘ্যদান করা হয়। এর আগে রাস উৎসবকে ঘিরে গত রাতে সৈকতের পারে শ্রীশ্রী রাধাগোবিন্দ ছবি স্থাপন, কীর্তন এবং ধর্মীয় আলোচনার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জানা যায়, এবারের উৎসবে বিশেষ কিছু আয়োজন ছিল, যা এই উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া ২০২৫ সালের রাস উৎসবে স্থানীয় শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন, যার মধ্যে অন্যতম রাধাকৃষ্ণের প্রেমকাহিনী বিষয়ক নাটক, সংগীতানুষ্ঠান এবং নৃত্য।
পরে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে তালতলীর নিদ্রা সৈকতে রাস উৎসব শেষ হয়। এবারের রাস উৎসবে প্রায় শত শত পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটক এসেছিলেন বরগুনা জেলার তালতলী উপজেলার নিদ্রা সমুদ্র সৈকতে। রাস উৎসবকে ঘিরে পুণ্যার্থী ও পর্যটকদের উপস্থিতিতে দীর্ঘ সৈকত মুখর হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দারা বলেন, রাস উৎসব আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর এই দিনে তালতলী যেন এক নতুন রূপে সেজে ওঠে। নতুন প্রজন্মকে ঐতিহ্য শেখানোর এক অনন্য সুযোগ এটি।
রাস উৎসব কমিটির সভাপতি রতন বিশ্বাস বলেন, এবার শত শত নারী-পুরুষ নিদ্রা সৈকতে পুণ্যস্নানে অংশ গ্রহণ করতে এসেছেন। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সহ সবার সহযোগিতায় এবারের উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর