জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, নির্বাচন নিয়ে বহু ষড়যন্ত্র চলছে, কিন্তু এসব ষড়যন্ত্র আস্তে আস্তে খড়কুটোর মতো ভেসে যাবে। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বিএনপি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপির রাজনীতি হবে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের। ভিন্ন মতাদর্শের সবাই বিএনপির কাছে নিরাপদে থাকবে, আমরা তাদের পাশে ঢাল হয়ে দাঁড়াবো।
বুধবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় শহিদুল ইসলাম বাবুলকে ফরিদপুর-৪ আসনে কেন্দ্র ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি আয়োজিত আনন্দ র্যালি ও নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা দপ্তর সম্পাদ কুতুবউদ্দিন আহমেদ স্মরণসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী-সমর্থক
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর