রৌমারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রৌমারী।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় এ বছর ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমের ফসল উৎপাদন বাড়াতে গম, ভুট্টা, সরিষা ও মসুরসহ বিভিন্ন ফসলের উন্নতমানের বীজ ও রাসায়নিক সার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়। উপস্থিত কৃষকরা সরকারের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রণোদনা অব্যাহত রাখার দাবি জানান।
কৃষক কালাম উপকরণ পেয়ে জানান, এ ধরনের সহযোগিতা কৃষকের জন্য বড় সহায়তা। আমরা আগের চেয়ে আত্মবিশ্বাসী হয়ে মাঠে কাজে নামতে পারবো।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, কৃষকদের কৃষি উপকরণ দেওয়া হচ্ছে যাতে তারা উৎপাদন ব্যয় কমিয়ে বেশি ফলন পেতে পারেন। কৃষকের উন্নয়নেই আমরা মাঠে কাজ করছি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর