হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কাজ শেষ করেছে তুরস্কের বিশেষজ্ঞ দল।
এই রহস্যজনক অগ্নিকাণ্ডের নেপথ্যে কারণ জানার জন্য ফরেনসিক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ নমুনা নিয়ে গেছেন তারা।
বুধবার (৫ নভেম্বর) সচিবালয়ে তদন্ত কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক-ই-আজম।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ দ্রুত উদ্ঘাটনে সহায়তার জন্য তুরস্ক থেকে বিশেষজ্ঞ একটি তদন্ত দল এসেছিল। তারা তাদের তদন্ত কাজ শেষ করেছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য তারা কিছু গুরুত্বপূর্ণ নমুনা নিয়ে গেছেন।
উপদেষ্টা ফারুক-ই-আজম আশা প্রকাশ করে বলেন, নমুনা পরীক্ষার রিপোর্ট দ্রুতই পাওয়া যাবে এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হবে।
ফারুক-ই-আজম বলেন, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্র সচিব এবং তদন্ত কমিটির প্রধান নাসিমুল গনি জানান, তদন্ত কমিটি আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
তবে তিনি স্পষ্ট করে বলেন, নাশকতা নাকি দুর্ঘটনা, তা এখনই বলা যাবে না। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর