ছাগলনাইয়ায় শিক্ষকদের সামনে সাধারণ ছাত্রদের ওপর ছাত্রদলের হামলায় একই বিদ্যালয়ের ৩ ছাত্র আহত হয়েছেন। গত রবিবার (২ নভেম্বর) উপজেলা ঘোপাল ইউনিয়ন নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
সূত্র জানায়, ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে দুই ছাত্রের মধ্যে কথা-কাটাকাটি হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অফিস কক্ষে তাদের সমাধান করার চেষ্টা করেন। সমাধান চলাকালে ছাত্রদল নেতা রাহাত উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে একদল বখাটে ছুরি ও ক্ষুর নিয়ে অফিস কক্ষে প্রবেশ করে শিক্ষকদের সামনে ছাত্রদের ওপর হামলা চালায়। এতে ইমরান, শামীম ও অনিম নামে ৩ ছাত্র আহত হন। তারা সবাই এই বিদ্যালয়ের শিক্ষার্থী। আহতরা বারইয়ারহাট কম্পোট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলায় ছাত্রদল নেতা রাহাতের সঙ্গে একই এলাকার মেজবাহ, সাজিদ, শুভ, সজিব, রুবেল সহ ১০-১২ জন অংশগ্রহণ করেন বলে স্থানীয়রা জানান। তারা সবাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম মিয়াজি নয়নের অনুসারী বলে জানা গেছে।
এবিষয়ে ইব্রাহিম মিয়াজি নয়ন জানান, "ওরা সবাই ছোট ভাই। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করছি।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেকের মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ভুক্তভোগীরা যদি অভিযোগ দায়ের করেন তাহলে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া হবে।"
সর্বশেষ খবর